Details
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত "ফরম-১৩" পূরণ পূর্বক উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, ঝিকরগাছায় আবেদনকারীকে নিজে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নে প্রদত্ত কাগজসমূহ সংযুক্ত করতে হবে।
- ফরমের অপর পৃষ্ঠায় শনাক্তকারী হিসেবে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির (কাউন্সিলস/মেম্বর) এর নাম ও এনআইডি নম্বরসহ স্বাক্ষর ও সীল প্রদান করবে।
- আবেদনকারীর বর্তমান এনআইডি ফটোকপি।
- বর্তমান ঠিকানায় বসবাস সমার্থনে নাগরিকত্ব সনদ মূলকপি।
- বিদ্যুৎ/পানি/টেলিফোন/গ্যাসবিল/পৌরকর/ইউ:নি:ট্যাক্স/চৌকিদারী রশিদ এর কপি।
- মেয়র/চেয়ারম্যান কর্তৃক স্থায়ী বাসিন্দার প্রত্যয়নপত্র।
- বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে বিয়ের কাবিননামা এবং স্বামীর এনআইডি কপি।