শিরোনাম
স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্ট্যাটাস চেক করার নিয়ম
বিস্তারিত
আপনাদের ভিতর যাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র আমাদের অফিসে এসেছে এবং কারা কারা আগামী মাসে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছেন, তা নিন্মের প্রক্রিয়ায় এসএমএস (SMS) এর মাধ্যমে জানতে পারবেন:-
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে ১৭ ডিজিটের এনআইডি নম্বর লিখতে হবে। আপনার এনআইডি নম্বর যদি ১৩ ডিজিটের হয়, তাহলে এনআইডি নম্বরের শুরুতে জন্ম সাল যুক্ত করে নেবেন।
যেমন-
SC NID 19854792105095124
মেসেজটি ১০৫ নম্বরে পাঠালেই (যেকোনো মোবাইল অপারেটর থেকে) ফিরতি মেসেজে পাবেন আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তথ্য। আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রিন্ট হয়ে থাকলে আপনাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ডের বক্স নম্বর এবং কম্পার্টমেন্টের নম্বর জানিয়ে দেয়া। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য উক্ত বক্স নম্বর এবং কম্পার্টমেন্ট নম্বর সংরক্ষণ করুন।
অনলাইনের মাধ্যমে আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণ হয়েছে কিনা জানতে প্রদত্ত লিংকে প্রবেশ করুন:
বিস্তারিত জানতে ভিজিট করুন: //www.mybdresults24.com/2024/08/smart-nid-card-status-check-bangladesh.html