Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এনআইডি কার্ড NID CARD হারিয়ে গেলে কিভাবে উত্তোলন করবেন জেনে নিন৷
বিস্তারিত

হারােনা জাতীয় পরিচয়পত্র উত্তোলনের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হারানো ফরম-৬ পূরন করে সাথে ২৩৬ টাকা (ভ্যাটসহ) অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা প্রদান পূর্বক ফরমটি জমা প্রদান করতে হয়। কিছু দিন পরে গ্রাহকের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড প্রাপ্তির বিষয়টি ১০৫ নম্বর থেকে জানানো হয়। 


এছাড়া আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে করনীয়:

১. ভোটার তালিকা থেকে ভোটার নম্বর অথবা এনআইডি নম্বর নিয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে নির্ধারিত ফি জমা প্রদানের মাধ্যমে নির্বাচন কমিশন কর্তৃক হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয় পত্র উত্তোলন ফরম-৬ পূরন পূর্বক একটি আবেদনপত্র দাখিল করতে হবে।

২. ফরম -৬ এর মাধ্যমে হারানো আইডি কার্ড উত্তোলন বা ফিরে পাওয়ার জন্য ঐই সংশ্লিষ্ট উপজেলা বা থানা অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ২০০/- টাকা ও ভ্যাট বাবদ ৩০/- টাকা জমা প্রদান পূর্বক মূল আবেদন পত্রের সাথে টাকা জমার রশিদ সংযুক্ত করতে হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট অন্যান্য) এর মাধ্যমেও অনলাইনে টাকা জমা দেয়া যায়।

৩. জিডি কপি (প্রযোজ্য ক্ষেত্র)
৪. আবেদনকারীকে স্বশরীরে হাজির হতে হয়।

সর্বশেষে আপনার হারানো ফরম-৬ পূরন করে তা অফিসে জমা দিলে আপনি সহজে আপনার জাতীয় পরিচয়পত্রটি ফিরে পাবেন ।

 
৫। উপরের পদ্ধতিগুলো করতে না চাইলে অনলাইনে https://services.nidw.gov.bd/nid-pub/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়। আবেদন করার পরে মোবাইলে এসএমএস এর মাধ্যমে হারানো এনআইডি কার্ড আবেদনের অগ্রগতি সম্পর্কে জানা যায়। 



আরো বিস্তারিত জানুন: 

https://www.mybdresults24.com/2024/08/bangladesh-nid-application-system-lost-nid-card-application-system.html

 

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
31/08/2024
আর্কাইভ তারিখ
31/08/2024